প্রবাসের মাটিতে হাজারো বাংলাদেশিদের মিলনমেলা। উপলক্ষ ভিলেজ কাপ ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্ট উপযোগী করতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে মাঠে আসেন প্রায় ৬ হাজার দর্শক। শিশু, যুবক, নারীসহ নানা বয়সের প্রবাসীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ইস্ট লন্ডনের রেডব্রিজে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এ টুর্নামেন্টে আসা দর্শনার্থীরা মনে করেন প্রবাসে এমন আয়োজন একে অপরের সঙ্গে মেলবন্ধন তৈরিতে সাহায্য করবে।
দর্শনার্থীরা জানান, এ উপলক্ষে সবার উপস্থিতিতে এক মিলন মেলার তৈরি হয়েছে। তারা খুবই উপভোগ করছেন। এছাড়া, আগামীতেও এ টুর্নামেন্ট চালিয়ে যাওয়া এবং আরও ভালোভাবে আয়োজনের ইচ্ছার কথা প্রকাশ করেন আয়োজকরা।
যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৪৮টি গ্রামের পাঁচ শতাধিক খেলোয়াড় এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছেন। আয়োজকরা জানান, প্রবাসে নতুন প্রজন্মকে শিকড়ের সাথে পরিচয় করিয়ে দিতেই এ উদ্যোগ।
দর্শনার্থীরা জানান, তারা এ উদযাপনে অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত। এসময় খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।