পাকিস্তানকে ১৪০ কোটি ডলারের ঋণ সহায়তার অনুমোদন আইএমএফের

আইএমএফ ও পাকিস্তানের জাতীয় পতাকা
আন্তর্জাতিক বাণিজ্য
0

ভারতের সুপারিশের পরও পাকিস্তানের জন্য ১৪০ কোটি ডলারের ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ৭০০ কোটি ডলার অর্থ সহায়তা প্রকল্পের মধ্যে ছাড় হচ্ছে ১০০ কোটি ডলারের বেশি।

আইএমএফ এক বিবৃতিতে জানায়, এই অর্থ দেশটি ব্যবহার করবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতি স্থিতিশীল করতে।

আরো পড়ুন:

এর আগে কাশ্মীর ইস্যুতে টানাপড়েনের জেরে ভারত সুপারিশ করেছিল, পরাশক্তির দেশ পাকিস্তানকে যেন অর্থ সহায়তা দেয়ার আগে বিবেচনা করে আইএমএফ।

ভারতের দাবি, এই অর্থ সীমান্তে সন্ত্রাসবাদে ব্যবহার করবে ইসলামাবাদ। যদিও পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের পরিকল্পনা ভেস্তে গেছে।

সেজু