সৌদির সঙ্গে ১৪ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের

ডোনাল্ড ট্রাম্প, মোহাম্মদ বিন সালমান
আন্তর্জাতিক বাণিজ্য
0

সৌদি আরবের সঙ্গে ১৪ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিন আজ (মঙ্গলবার, ১৩ মে) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এই অস্ত্রচুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুই দেশের এই কৌশলগত চুক্তিকে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি সংক্রান্ত চুক্তি হিসেবে উল্লেখ করছে হোয়াইট হাউজ। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, এই চুক্তির আওতায় সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান।

এসব সরঞ্জামের তালিকায় আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক ক্ষেপণাস্ত্র, সমুদ্রপথ ও উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও দেশটির স্থল ও বিমান বাহিনী আধুনিকীকরণ এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সহায়তা করবে ওয়াশিংটন।

এদিকে রাজকীয় মধ্যাহ্নভোজের যোগ দেয়ার আগে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি যুবরাজ। যেখানে ছিলেন ইলন মাস্ক, স্যাম অল্টম্যান সহ সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা।

এসএস