ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেন জানায়, রুশ অধ্যুষিত পূর্বাঞ্চলের দোনেৎস্কে হামলা চালায় রাশিয়া। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পূর্বাঞ্চলের খারকিভে পৃথক ড্রোন হামলায় আরো ৩ জনের মৃত্যু হয়।
ওডেসায় ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন। ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি আর শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশার কারণে ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে রাশিয়া।
এমন অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সোমবার সৌদি আরব যাবেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।