যুদ্ধ আতঙ্কে জরুরি ও নিত্যপণ্য কেনায় ভারতীয়দের ভিড়

যুদ্ধ আতঙ্কে ভারতের বাজারে ভিড়
বিদেশে এখন
0

ভারত-পাকিস্তান যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। সেই আতঙ্কে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে রাখছেন ভারতের জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও নয়াদিল্লির বাসিন্দারা। পেট্রোল পাম্প ও মুদি দোকানে ভিড় করছেন তারা।

ভারত-পাকিস্তান যুদ্ধে আতঙ্ক বাড়ছে দু'দেশের সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে দেশ দুটির সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দাদের মধ্যে বেশি ভয় কাজ করছে। যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির স্বীকার হতে পারেন তারা, তাই এরই মধ্যে যতটুকু সম্ভব আগেভাগেই প্রস্তুতি সারছেন ভারতের জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও নয়াদিল্লির মানুষ।

প্রস্তুতির অংশ হিসেবে গাড়িতে জ্বালানি মজুত করছেন অনেকে। তাই এসব অঞ্চলের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

বাসিন্দাদের একজন বলেন, ‘হাসপাতালের জেনারেটরের জন্য ডিজেল নিতে এসেছি। অথচ এখানে এরই মধ্যে ডিজেল শেষ হয়ে গেছে।’

আরেকজন বলেন, ‘জ্বালানির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোত ভিড় চোখে পড়ার মতো। অধিকাংশই শুকনো খাবার সংগ্রহ করছেন।’

বাসিন্দাদের আরেকজন বলেন, ‘পাকিস্তান-ভারত যুদ্ধের কারণে সাধারণ জনগণের মধ্যে অনেক ভয় কাজ করছে। অনেকে ৬ মাসের জন্য খাবার সংগ্রহ করছেন। এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দেবে।’

আরো পড়ুন:

তাই এসব অঞ্চলের খাদ্য নিশ্চয়তায় সজাগ দৃষ্টি রাখছে ভারত সরকার।

ভারত-পাকিস্তানের হামলা-পাল্টা হামলায় দু'দেশের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলের আশপাশের গ্রামগুলোতে থমথমে পরিস্থিতি। এ অবস্থায় এলাকা ছাড়ছেন অনেকে।

সেজু