কাশ্মীর ও সিন্ধু পানি চুক্তি সমস্যা সমাধানের প্রতিশ্রুতি শেহবাজ শরিফের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
বিদেশে এখন
0

কয়েক দশকের বৈরিতা সত্ত্বেও ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকট ও সিন্ধু পানি চুক্তি সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এর মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ এনেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। তবে, সংকট সমাধানের একটি সম্ভাবনা সৃষ্টি হওয়ায় স্বস্তিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারা। আর সংঘাত থামিয়ে আলোচনায় বসতে রাজি হওয়ায় ভারত ও পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা।

ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘর ছেড়ে বের হয়েছেন চাকোথির বাসিন্দারা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এই গ্রামে ধীরে ধীরে খুলতে শুরু করেছে দোকানপাট, স্বাভাবিক হচ্ছে জনজীবন। ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতির প্রস্তাবে রাজি হওয়ায় উচ্ছ্বসিত গ্রামের সাধারণ মানুষ। যারা প্রাণ ভয়ে পালিয়েছিলেন সকাল তারাও ফিরে আসতে শুরু করেছেন নিজ ঘরবাড়িতে।

বাসিন্দাদের একজন বলেন, ‘প্রচণ্ড আনন্দ হচ্ছে। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ায় খুব স্বস্তি হচ্ছে। স্ত্রী-সস্তানদের নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলাম।’

আরেকজন বলেন, ‘অনেকেই পরিবার নিয়ে গ্রাম ছেড়ে গেছেন। তাদের আশ্রয় নেয়ার মতো বাংকার বা নিরাপদ স্থান কোনোটাই ছিল না।’

খুশির আমেজ ছিল ইসলামাবাদের রাস্তায়ও। কারগিল যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়ানোয় সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় দিন পার করছিলেন পাকিস্তানের সাধারণ মানুষ। সংঘাত বন্ধের ঘোষণায় তাই উচ্ছ্বসিত তারাও।

শনিবার (১০ মে) বিকেলে যুদ্ধবিরতির ঘোষণার পর রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

তিনি বলেন, ‘নয়াদিল্লি অনুধাবন করতে পারে এমন ভাষাতেই ভারতকে দাঁতভাঙা জবাব দেয়া হয়েছে।’ 

ভারতের অপারেশন সিন্দুরের জবাবে সফল অভিযান চালানোয় পাকিস্তান সেনাবাহিনীকে অভিবাদনও জানান তিনি। 

আরো পড়ুন:

এই অর্জনকে জাতীয়ভাবে উদযাপনের ঘোষণা দেয়ার পাশাপাশি, ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকট ও সিন্ধু পানিচুক্তিসহ বিতর্কিত বেশ কিছু সমস্যার সমাধানেরও আশ্বাস দেন পাক প্রধানমন্ত্রী। 

যদিও ভারতীয় গণমাধ্যমের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হলেও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তিতে নয়াদিল্লির নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এদিকে, অস্ত্রবিরতিতে রাজি হওয়ায় দু'দেশকেই অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। বিশেষ বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, ওআইসি এবং যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান ও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র দপ্তর। আর দুই দেশের এই সংঘাত পুরোপুরি বন্ধে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির ওপর জোর দিয়েছে যুক্তরাজ্য।

আরো পড়ুন:

শনিবার অস্ত্রবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে ড্রোন ও আর্টিলারি হামলার অভিযোগ এনেছে ভারত। জম্মু-কাশ্মীরের শ্রীনগর ও গুজরাটের কিছু অংশে পাকিস্তানের ড্রোন প্রতিহত করার দাবি ভারতীয় সেনাদের। 

যদিও ভারতের এই অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। উল্টো ভারতের বিরুদ্ধে সীমান্তে উসকানিমূলক হামলার অভিযোগ এনেছেন তিনি।

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও পাঞ্জাবের অমৃতসর ছাড়াও পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তাজনিত কারণে ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের আশঙ্কার কথা জানিয়েছে নয়াদিল্লি।

এর আগে, শনিবার (১০ মে) স্থানীয় সময় বিকেল ৫টা থেকে স্থল-জল ও আকাশ সীমায় একযোগে যুদ্ধ বদ্ধের সিদ্ধান্তে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। সোমবার এ বিষয়ে বিস্তারিত বৈঠক হবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে।

সেজু