শুক্রবার (১৬ মে) সুপ্রিম কোর্টের রায়ে বলা হয় ১৭৯৮ সালের ঐ অভিবাসী আইন শুধু যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রযোজ্য হলেও, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন সঠিক পদ্ধতি না মেনে বেআইনিভাবে ভেনিজুয়েলানদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে।
এদিন, অভিবাসীদের জন্য আইনি লড়াই চালিয়ে যেতে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা এসিএলইউর আইনজীবীদের পক্ষে মৌখিক রায় দেন আদালত।
এরআগে গেল ১৯ এপ্রিল বেশ কিছু ভেনিজুয়েলার নাগরিককে দেশে ফেরত পাঠানোর নির্দেশের ওপর অস্থায়ী স্থগিতাদেশ দেন আদালত।
টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে আটকে রাখা ভেনিজুয়েলার এই অভিবাসীদের হয়ে শুরু থেকে মামলা লড়ছিল এসিএলইউ।