ইরানের পরমাণু কর্মসূচির তথ্য প্রকাশ, অস্বস্তিতে যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য প্রকাশ, অসস্তিতে যুক্তরাষ্ট্র
বিদেশে এখন
0

পরমাণু চুক্তির বিষয়ে অবশেষে ইরানকে আনুষ্ঠানিক প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র। শনিবার (৩১ মে) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করেন। ইরানের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পরপরই নড়েচড়ে বসে ওয়াশিংটন।

প্রস্তাবের বিষয়টি স্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, এই প্রথম পরমাণু ইস্যুতে তেহরানকে পূর্ণাঙ্গ কোনো প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। ইরানের স্বার্থ বিবেচনায় নিয়ে যথাসময়ে এর জবাব দেয়ার কথাও জানান তিনি।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার অন্যতম কারণ ইরানের পরমাণু কর্মসূচি। ইরান দিন দিন ইউরেনিয়ামে সমৃদ্ধ হচ্ছে এমন আশঙ্কায় ঘুম হারাম তাদের। এবার সেই শঙ্কাই সত্যি হলো জাতিসংঘের পরমানু বিষয়ক সংস্থা- ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সির গোপন তথ্যে।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে সংস্থাটি। যেখানে বলা হয়, ইরানে বর্তমানে ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম রয়েছে। এবং গত তিন মাসে তাদের ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে দ্বিগুন, যা তাদের বেসামরিক নাগরিকদের সাধারন চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি। 

প্রতি মাসেই ইরান উল্লেখযোগ্য হারে ইউরেনিয়াম উৎপাদন করছে এবং ইরানের জন্য পরমাণু অস্ত্র তৈরি কেবল সময়ের ব্যাপার বলেও মন্তব্য করেন আইএইএ’র ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি।

ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সির উদ্বেগজনক, এ তথ্য প্রকাশের পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। 

শনিবার পরমাণু চুক্তি বিষয়ে ইরানকে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠিয়েছে দেশটি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিত এ তথ্য নিশ্চিত করেছেন। 

শনিবার হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিং তিনি বলেন, ‘তেহরানের উচিৎ মার্কিন প্রেসিডেন্টের শর্ত মেনে নেয়া। কারণ ডোনাল্ড ট্রাম্প কখনই ইরানকে পরমাণবিক অস্ত্র বানানোর সুযোগ দেবেন না।’

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, পরমাণু ইস্যুতে তেহরানকে পূর্ণাঙ্গ কোনো প্রস্তাব পাঠায়নি ওয়াশিংটন। এবারই প্রথম তারা এ প্রস্তাব দিলো। 

তবে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবটি গ্রহন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাষ্ট্রের স্বার্থ বিবেচনায় করে মার্কিন এ প্রস্তাবের উত্তর যথাসময়ে দেয়া হবে বলেও জানান তিনি।

এসএইচ