ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলা অত্যন্ত সফল হয়েছে: নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
0

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলা অত্যন্ত সফল হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘এটি ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের কেবল শুরু। ঈশ্বরের সাহায্যে আমরা আরো বড় সাফল্য অর্জন করব।’ আজ (শুক্রবার, ১৩ জুন) জেরুজালেম থেকে এএফপি এ তথ্য জানায়।

তিনি আরো বলেন, ‘আমরা শীর্ষ নেতৃত্ব ও এমন বিজ্ঞানীদের টার্গেট করেছি যারা পরমাণু অস্ত্র তৈরি ত্বরান্বিত করছেন। পাশাপাশি পরমাণু স্থাপনাগুলোতেও আঘাত করেছি।’

আরো পড়ুন:

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ‘আইআরআইবি’ জানিয়েছে, এ হামলায় ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ও সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

আরো পড়ুন:

ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, একই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রধান হোসেইন সালামিও নিহত হয়েছেন।

এর আগে নেতানিয়াহু জানান, ইরানের বিরুদ্ধে এই অভিযান ‘অনেক দিন’ চলবে।—বাসস

সেজু