ইরানে ইসরাইলি হামলা: কঠোর নিন্দা জানালো সৌদি আরব

ইরান ও সৌদি আরবের পতাকা
বিদেশে এখন
0

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোয় চালানো ইসরাইলের হামলায় কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। আজ (শুক্রবার, ১৩ জুন) এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া প্রতিক্রিয়ায় জানিয়েছে, ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব।

এ ছাড়াও বিবৃতিতে, ইসরাইলি হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করা এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

আরো পড়ুন:

এর আগে আজ ভোরে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় অবস্থিত সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালায় ইসরাইল।

আরো পড়ুন:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই রেকর্ড করে রাখা একটি ভিডিও বার্তায় এসব হামলার কথা নিশ্চিত করেন।

সেজু