ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) একজন মুখপাত্র জানান, ইসরাইলের মধ্য অঞ্চলে রকেট হামলায় ১০ বছর বয়সী এক ছেলেসহ কমপক্ষে চারজন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন।
তিনি বলেন, ‘এই হামলায় শফেলা অঞ্চলে আরো ৩৭ জন আহত হয়েছেন।’
ইসরাইলের পুলিশ এক্স’র একটি পোস্টে নিশ্চিত করা হয়, তেলআবিবের কেন্দ্রীয় উপকূলে এক হামলায় বেশ কয়েকজন নিহত ও আরো কয়েক ডজন আহত হয়েছেন।
আরো পড়ুন:
এমডিএ জানায়, এই আক্রমণে শনিবার (১৪ জুন) গভীর রাতে ইসরাইলের ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলের একটি তিন তলা ভবন ধ্বংস হয়ে গেছে। এতে তিনজন নারী নিহত হয়েছেন।
জরুরি পরিষেবা এক বিবৃতিতে জানায়, দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিবৃতিতে বলা হয়, অপর নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। শনিবার হাইফা অঞ্চলের একটি বাড়িতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ২০ বছর বয়সী এক নারী নিহত ও ১৪ জন আহত হয়।
এমডিএ’র একজন মুখপাত্র ইসরাইলি সম্প্রচারক জানায়, ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন।—বাসস