ইসরাইলকে লক্ষ্য করে ইরানের নতুন হামলা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় ক্ষতিগ্রস্ত একটি ভবন
বিদেশে এখন
0

ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরাইল জুড়ে বেশ কিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দেশটি। ইরানের এ হামলার মধ্যে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরাইলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইডিএফ।

হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড রোববার ভোরে ইসরাইলের দিকে আত্মঘাতী ড্রোন হামলা চালানোর ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনির উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘অধিকৃত অঞ্চলের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত শাসকগোষ্ঠীর ভূখণ্ড জুড়ে তাদের (ইসরাইলি) কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা এবং আত্মঘাতী ড্রোনের একটি বিশাল ঢেউ ঘণ্টার পর ঘণ্টা এগিয়ে চলেছে।’

এএইচ