পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইসরাইল, বোমা ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো, এখনই!’
এর আগে, আজ সকালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইসরাইল ও ইরান পুরোপুরি এবং সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরে ইসরাইল ও ইরানের পক্ষ থেকেও যুদ্ধবিরতির আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়।

তবে এই ঘোষণার ঘণ্টাতিনেক পর ইরানের বিরুদ্ধে হামলা করা হয়েছে উল্লেখ করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বিবৃতির মাধ্যমে পরবর্তী পদক্ষেপ হিসেবে হামলার হুঁশিয়ারিও দেন।
আরো পড়ুন:
ইসরায়েল কাৎজ ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে ‘তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেয়ার’ নির্দেশ দেন।
যদিও এ অভিযোগের পর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, যুদ্ধবিরতি শুরুর পর ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করছে ইরানের প্রশাসন।