চলমান দুর্নীতির মামলা থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহুকে রক্ষা করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট মামলাটিকে নেতানিয়াহুর বিরুদ্ধে অপপ্রচার বলেও অভিহিত করেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হাস্যকর। এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে মহান নেতা হিসেবেও আখ্যায়িত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইসরাইলকে রক্ষা করেছিলো এবার সেভাবেই নেতানিয়াহুকে রক্ষা করবে।
এই মামলা এবং বিচার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, ইসরাইলের জন্য অনেক কিছু করেছেন নেতানিয়াহু।