মার্কিন বার্তাসংস্থা এপি জানিয়েছে, দখলদার ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি করার দ্বারপ্রান্তে রয়েছে। এমন সময় ট্রাম্পের এই পোস্ট বিবদমান পক্ষ দুটির ওপর দ্রুত যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হতে চাপ বাড়াবে।
ইসরাইলি এক কর্মকর্তা এপিকে বলেছেন, আগামী সপ্তাহে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে। যা ইঙ্গিত করছে নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ চলছে। তবে নাম গোপন রাখা এই কর্মকর্তা এই সফরের আলোচ্যসূচির ব্যাপারে কোনো কথা বলতে চাননি।
এদিকে ইসরাইলি বন্দীদের মুক্তি এবং গাজায় দ্রুত মানবিক সহায়তা প্রবেশের বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন চাপ এবং মধ্যস্থতাকারীদের জোর চেষ্টার মধ্যেও গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
খাবারের জন্য লাইনে অপেক্ষায় থাকা গাজাবাসী ও শিশুসহ কমপক্ষে ৭২ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এরইমধ্যে উত্তরাঞ্চলের নিহত অন্তত ৪৭ জন। অন্যদিকে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ৭৮৫ জন ক্রীড়াবিদ এবং ক্রীড়া কর্মকর্তা নিহত হয়েছেন।