ইউএসএআইডির সহায়তা বন্ধ; পাঁচ বছরে দেড় কোটি মানুষের মৃত্যুঝুঁকি

ইউএসএআইডি
বিদেশে এখন
1

ট্রাম্পের বৈশ্বিক সহায়তা কার্যক্রম কাটছাঁটের ফলে আগামী পাঁচ বছরে প্রায় দেড় কোটি মানুষ মৃত্যুঝুঁকিতে রয়েছে। যার মধ্যে প্রায় অর্ধকোটি শিশু। দ্য ল্যানসেটের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বাতিল হচ্ছে আজ (মঙ্গলবার, ১ জুলাই)। ট্রাম্পের এমন কর্মকাণ্ডকে ভুল বলছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও বুশ।

বিশ্বব্যাপী মানবিক সহায়তা কার্যক্রমের ৪০ শতাংশের বেশি পরিচালিত হতো যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএআইডির মাধ্যমে। এই সংস্থার সহায়তায় আফ্রিকান দেশগুলোতে মৃত্যুহার কমেছে অন্তত ১৫ শতাংশ। এছাড়া, অপুষ্টি, যক্ষ্মা, ডায়রিয়া, মাতৃ মৃত্যুহারও হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য হারে।

তবে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই সরকারি ব্যয় কমানোর লক্ষে সহায়তা কার্যক্রম কাটছাঁট শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএসএআইডির কার্যক্রম যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থি অভিযোগ তুলে তা বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। মাত্র ৬ সপ্তাহের ব্যবধানে বাতিল করা হয় সংস্থাটির ৮৩ শতাংশ কর্মসূচি।

ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয়ায় মৃত্যুঝুঁকিতে পড়েছে কোটি কোটি মানুষ। বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেটে এক প্রতিবেদন বলছে, ২০৩০ সালের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকা ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। যাদের মধ্যে এক-তৃতীয়াংশই শিশু। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য এটি বড় ধাক্কা।

সহায়তা তহবিল হ্রাসে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পড়েছে বাধার মুখে। ইউএসএআইডির তহবিল ২০০১ থেকে ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে ৯ কোটি ১০ লক্ষ মৃত্যু রোধ করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, সংস্থাটির অপ্রয়োজনীয় সহায়তাগুলো কাটছাঁট করা হয়েছে এবং বাকি এক হাজারের বেশি কর্মসূচি মঙ্গলবার থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যুক্ত হচ্ছে।

জাতিসংঘ বলছে, এতে পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হবে না। মার্কিন তহবিল হ্রাসে শরণার্থী শিবিরগুলোতে দেখা দেবে খাদ্য সংকট। বাড়বে অনাহার ও অপুষ্টিতে থাকা মানুষের সংখ্যা।

ট্রাম্প প্রশাসনের মানবিক সহায়তা কার্যক্রম বন্ধের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশ। এটিকে ট্রাম্পের বড় ভুল পদক্ষেপ বলে অভিহিত করেন তারা।

স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করা ছয় দশকের পুরোনো এই মানবিক ও উন্নয়ন সংস্থা বন্ধ হয়ে গেলো। শেষ দিনে হাজার হাজার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইউএসএআইডি। এক অডিও বার্তা ওবামা বলেন, এই সংস্থার অবদান প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে। এদিকে, ট্রাম্পের সিদ্ধান্তকে হাস্যকর বলে নিন্দা জানিয়েছেন বুশ।

সেজু