অস্বাভাবিক ভারী বৃষ্টির জেরে গিলগিত-বালতিস্তান আর খাইবার পখতুনখোয়াসহ উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে হিমবাহে ধস ও আকস্মিক পাহাড়ি ঢলের সতর্কতা জারি করেছে প্রশাসন।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ১০৯ জনের প্রাণহানির পাশাপাশি নিখোঁজের সংখ্যা ২ শ’ ছুঁইছুই। এর মধ্যেই ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিউ মেক্সিকোয় নিখোঁজ তিন বাসিন্দা।
বন্যা কবলিত অঞ্চলগুলোয় জরুরি অবস্থা জারি করেছে অঙ্গরাজ্য সরকার। এদিকে দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।
এমন পরিস্থিতিতে কপার্নিকাস বলছে, ইতিহাসের তৃতীয় উষ্ণতম জুন মাস ছিল চলতি বছরের জুন মাস।