পাকিস্তানে টানা বৃষ্টিতে বন্যা; ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়িঘর

পাকিস্তানের বন্যা পরিস্থিতি
বিদেশে এখন
0

পাকিস্তানে ২৬ জুন থেকে চলমান একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খাইবার পখতুনখোয়া, পাঞ্জাব, সিন্ধু আর বেলুচিস্তানে হয়েছে সবচেয়ে বেশি প্রাণহানি। এসব এলাকায় কমপক্ষে ৬৬টি বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড়শো।

অস্বাভাবিক ভারী বৃষ্টির জেরে গিলগিত-বালতিস্তান আর খাইবার পখতুনখোয়াসহ উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে হিমবাহে ধস ও আকস্মিক পাহাড়ি ঢলের সতর্কতা জারি করেছে প্রশাসন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ১০৯ জনের প্রাণহানির পাশাপাশি নিখোঁজের সংখ্যা ২ শ’ ছুঁইছুই। এর মধ্যেই ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিউ মেক্সিকোয় নিখোঁজ তিন বাসিন্দা। 

বন্যা কবলিত অঞ্চলগুলোয় জরুরি অবস্থা জারি করেছে অঙ্গরাজ্য সরকার। এদিকে দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। 

এমন পরিস্থিতিতে কপার্নিকাস বলছে, ইতিহাসের তৃতীয় উষ্ণতম জুন মাস ছিল চলতি বছরের জুন মাস।

এসএইচ