ভারত সফর শেষে আফগানিস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বিদেশে এখন
0

তিন দিনের ভারত সফর শেষে আফগানিস্তান সফরে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সফরের অংশ হিসেবে তিনি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও বাণিজ্য যুদ্ধ চলার মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালাচ্ছে চীন। 

সীমান্ত বিরোধ নিষ্পত্তি ও দ্বিপাক্ষিক বাণিজ্যসহ বেশকিছু বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে ভারত ও চীন। ভারত সফর শেষে আফগানিস্তানে পৌঁছালে তাকে স্বাগত জানায় তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তারা। 

আরও পড়ুন:

ষষ্ঠ চীন-আফগানিস্তান-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে কাবুলে এসেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। 

আফগানিস্তান থেকে এরপর তিনি পাকিস্তান সফরে যাবেন। পাকিস্তানের সফর শেষে শুক্রবার চীনে ফিরে যাবে ওয়াং ই।

সেজু