সংবাদমাধ্যমটি বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা সরকারি বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে।
সংস্থাটি জানায়, ব্রাজিলে অনুষ্ঠিত কপ-৩০ জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার পর শনিবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন।
আরও পড়ুন:
তাদের এ বৈঠকে মার্কিন নেতৃত্বাধীন জোটে সিরিয়ার অংশগ্রহণের বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশটির স্বাধীনতার পর এই প্রথম কোনো সিরিয়ান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে গেলেন। তাই একে ঐতিহাসিক সফর বলছেন বিশেষজ্ঞরা। এর আগে সৌদি আরবের রিয়াদে প্রেসিডেন্ট শারার সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন ট্রাম্প।





