চারদিনের ভয়াবহ সংঘাত থামার ২০ দিন পেরিয়ে গেলেও ভারত-পাকিস্তানের মধ্যে এখনও বিরাজ করছে উত্তেজনা। যা থেকে দুই পরাশক্তির মধ্যে ফের সংঘাত উত্তেজনায় রূপ নেয়ার শঙ্কা বাড়ছে। এমনকি পাকিস্তানে আক্রমণ চালাতে গিয়ে ভারতের কতটা ক্ষতি হয়েছে তাও স্পষ্ট হচ্ছে এখন।
সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপে অংশগ্রহণের এক ফাঁকে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে খোদ ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান স্বীকার করেছেন, ক্ষয়ক্ষতির কথা। তিনিই এই প্রথম জানালেন, পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে অনির্দিষ্ট সংখ্যক যুদ্ধবিমান হারিয়েছে ভারত।
ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান বলেন, ‘আমি যা বলতে পারি তা হল, ৭ মে এবং প্রাথমিক পর্যায়ে ক্ষতি হয়েছিল। কিন্তু সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল কেন এই ক্ষতিগুলো ঘটেছিল এবং এরপরে আমরা কী করব? পরে আমরা কৌশল বদলে ৭, ৮ ও ১০ তারিখে পাকিস্তানের প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে বিমান ঘাঁটিগুলোতে সুনির্দিষ্ট জায়গায় হামলা চালানো হয়।’
এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি—তারা ৭ মে রাতে ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার পর ভারত যুদ্ধবিমান আর উড়ায়নি। এটি পুরোপুরি ভুল বলে দাবি করেছেন জেনারেল চৌহান।
জেনারেল অনিল চৌহান বলেন, ‘কেন এমনটি ঘটল তা নিয়ে বিমান বাহিনী প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে? তবে তারা তাদের কৌশল সংশোধন করে আবারও যুদ্ধবিমান উড়িয়েছে। ১০ তারিখেও সব ধরনের অস্ত্রসহ যুদ্ধবিমান উড়ানো হয়েছিলো।’
পেহেলগাম ইস্যুতে মে মাসে চার দিনের ভয়াবহ লড়াই হলেও, ভারত কখনোই পারমাণবিক যুদ্ধের দিকে এগোয়নি বলে দাবি করেছেন প্রতিরক্ষা প্রধান।
জেনারেল অনিল চৌহান বলেন, ‘আপনি জানেন, পারমাণবিক সীমা অতিক্রম করার আগে অনেক জায়গা এবং অনেক সংকেত ছিল। আমার মনে হয় এরকম কিছুই ঘটেনি। সময়ের সাথে সাথে, আমি কয়েকটি সভায় বলেছিলাম। যেখানে নিশ্চিত করেছি, প্রচলিত অপারেশনের জন্য অনেক জায়গা আছে।’
এদিকে দুই পরাশক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়তে পারে বলে একদিন আগে শঙ্কার কথা জানান পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। তারই রেশ ধরে জেনারেল অনিল চৌহান বলেন, পাকিস্তান থেকে আরও কোনও সন্ত্রাসী হামলা হলে ভারত সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত প্রতিক্রিয়া জানাবে।
জেনারেল অনিল চৌহান বলেন, ‘আমি মনে করি ভারত সরকার বেশ স্পষ্ট করে দিয়েছে যে, পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সহনশীলতা বজায় রেখে প্রতিক্রিয়া জানিয়েছে। এটাও বেশ স্পষ্ট যে পাকিস্তান থেকে আরও কোনও সন্ত্রাসী হামলা হলে ভারত যথাযথ প্রতিক্রিয়া জানাবে। আমাদের ২৪ ঘণ্টা প্রস্তুত থাকতে হবে।’
এমন পরিস্থিতির মধ্যেই সিন্ধু চুক্তি নিয়ে ভারতের এক তরফা সিদ্ধান্ত পাকিস্তান মেনে নেবে না বলে আরো একবার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দেশের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না বলেও নয়াদিল্লিকে সতর্ক করলো ইসলামাবাদ।