গতকাল (মঙ্গলবার, ৮ জুলাই) তিব্বত অঞ্চলে মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোটে কোশি নদী প্লাবিত হয়ে ধসে পড়ে দুই দেশকে যুক্ত করা মৈত্রী সেতু। সেতুর ভাঙনে বন্ধ রয়েছে নেপাল-চীন সীমান্ত বাণিজ্য।
চীন থেকে আমদানিকৃত পণ্যসমেত অনেকগুলো কন্টেইনারও ভেসে গেছে তীব্র স্রোতে। নেপালের নুওয়াকোট জেলায় ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকাতেও উদ্ধার অভিযানে ব্যস্ত সেনাবাহিনী।
এদিকে ভারতের হিমাচলে বন্যায় মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। বর্ষা শুরুর একই সময়ে পাকিস্তানেও বন্যায় প্রাণ গেছে ৩৮ শিশুসহ ৭৯ জনের।