ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা ফ্রান্সের

ইমানুয়েল ম্যাক্রো
ইউরোপ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
1

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধ বন্ধ এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা।’

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফ্রান্স কাজ করতে আগ্রহী বলেও জানান ফরাসি প্রেসিডেন্ট। এ সময় তিনি হামাসকে নিরস্ত্রীকরণ করে গাজার পুনর্নির্মাণ ও সুরক্ষা নিশ্চিতের দাবি জানান।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণায় ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। তার মতে, ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সম্মান জানিয়েছে ফ্রান্স।

তবে তীব্র ফ্রান্সের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এটিকে অপমান ও লজ্জাজনক হিসেবে অভিহিত করেছেন ইসরাইলিরা।

এসএস