ইরানের রাজাই বন্দরে বিস্ফোরণ, রণতরিতে হুতির পাল্টা হামলা

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইরানের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। বিস্ফোরণের পেছনে সরকার কর্তৃপক্ষের গাফিলতি উল্লেখ করলেও নাশকতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। এদিকে ইয়েমেনের সাদা শহরে হামলার জবাবে মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এ সময় লোহিত সাগরে পড়ে গেছে ‘এফ.এ- এইটিন’ ফাইটার জেট।

ইরানের বন্দর আব্বাস শহরের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পেরিয়ে গেছে ৩ দিন। যদিও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার ২০০। এর মধ্যে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এরই মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বিস্ফোরণের পেছনে কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী। ইতোমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে আইনের আওতায় আনা হয়েছে। যদিও পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ভয়াবহ এই বিস্ফোরণের পেছনে নাশকতার অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মোহাম্মাদ কাদেরী বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সফলতার দ্বারপ্রান্তে। এমন পরিস্থিতিতে নাশকতা হতেই পারে। অনেকেই এই আলোচনাকে সফল হিসেবে দেখতে চাইছেন না। যদিও নাশকতার বিষয়ে আমরা এখনও কোনো প্রমাণ পাইনি। তবে এটিকে উড়িয়েও দেয়া যাচ্ছে না।’

তবে বিস্ফোরণের তদন্তের চেয়ে পরমাণু কর্মসূচির আলোচনায় বেশি জোর দিচ্ছে পেজেশকিয়ান প্রশাসন। আগামী শনিবার তৃতীয় দফা বৈঠকে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। তার এক দিন আগে বৈঠক হতে পারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। রয়টার্সের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরমাণু চুক্তিতে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে কোনো প্রকার বাধা দেয়া যাবে না। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধানের আশা, চুক্তি সম্পন্নের মাধ্যমে সংঘাত মুক্ত হবে মধ্যপ্রাচ্য।

আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, ‘সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে আমরা এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারবো যা মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক সংঘাত বন্ধে ভূমিকা রাখবে। আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমরা কতটা সংকটপূর্ণ মুহূর্তের মধ্যে আছি।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমার ধারণা, আপনারা সবাই বুঝতে পারছেন এ বিষয়ে জনসমক্ষে আলোচনা করা হবে না। তবে নীতিগত প্রশ্নে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেকোনো চুক্তিতে পৌঁছানোর জন্য অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করবে।’

এদিকে ইয়েমেনের সাদা শহরের বন্দিশালায় মার্কিন বিমান হামলায় হতাহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন্ও অনেকের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাবার পর দেড় মাসে ইয়েমেনের ৮ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে করে বেসামরিক জনগণের জীবন শঙ্কার মুখে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেন, ‘স্থান সংকুলান না হওয়ায় ইয়েমেনের হাসপাতালগুলোর পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। সাদা শহরের দুটি হাসপাতালে ইতোমধ্যেই অর্ধশতাধিক ব্যক্তির চিকিৎসা চলছে। এমন হামলা ইয়েমেনের বেসামরিক নাগরিকের জীবনকে শঙ্কার মুখে ফেলছে।’

বন্দিশালায় হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যানে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। এ সময় হামলা এড়ানোর জন্য শার্প টার্ন করার সময় সাগরে পড়ে যায় একটি এফ এ- ১৮ ফাইটার জেট। আহত হন এক মার্কিন পাইলট। হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

হুতি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া বলেন, ‘আমাদের হামলার কারণে মার্কিন বিমানবাহী রণতরি পালিয়েছে। তারা লোহিত সাগরের আরও দক্ষিণে যাচ্ছে। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর ও আরব সাগরের সকল শত্রুদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে গাজায় ত্রাণ সরবরাহের প্রবেশ বন্ধের মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ তুলেছে জাতিসংঘ ও ফিলিস্তিন। আন্তর্জাতিক বিচারিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে চলবে সপ্তাহব্যাপী শুনানি। যাতে অংশগ্রহণ করবে ৩৮টি দেশ। তবে আদালতকে সার্কাস হিসেবে উল্লেখ করে শুনানিতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল।

এসএস