হুতিদের ‘গ্রিন সিগন্যাল’, অবস্থান বদলালো যুক্তরাষ্ট্র!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়া বন্ধ করলে, হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এমন মন্তব্য করেন তিনি। এর আগে ইয়েমেনের রাজধানী সানার হুথি নিয়ন্ত্রিত বিমানবন্দরে হামলা চালিয়ে তা পুরোপুরি অচল করে দেয়ার দাবি করে ইসরাইল। হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী মন্তব্য করেন, তেল আবিবের বিমানবন্দরে অভিযান চালানোর দুঃসাহস দেখানো হুতিযোদ্ধাদের উপযুক্ত জবাব দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ইশারায় এবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর চড়াও হয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ৩০টি যুদ্ধ বিমান নিয়ে হুদেইদা বন্দরে হামলার পর এবার ইয়েমেনের রাজধানী সানায় হুথি নিয়ন্ত্রিত বিমানবন্দরে হামলা চালালো আইডিএফ।

রোববার (৪ মে) ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনি এই সংগঠনটি। এরজেরে মঙ্গলবার রাজধানী সানার বিমানবন্দরের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইল। রয়টার্স জানায়, হামলায় ইয়েমেনের তিনটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলি বিমান আঘাত হেনেছে হুথি নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি, বিমানবন্দরের রানওয়ে ও ডিপার্চার হলেও।

ইরান সমর্থিত এই সংগঠনটির বিরুদ্ধে পরপর চালানো দু'টি অভিযানকে পুরানো হিসাব মেটানোর সাথে তুলনা করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হামলার পর তিনি দাবি করেন, কেউ তেল আবিবের শান্তিভঙ্গ করার চেষ্টা করলে তাকে সেই অপকর্মের ফল ভোগ করতে হবে। আর মিত্রদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, হুথিরা যদি মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা না দেয়, তাহলে সংগঠনটির সাথে বিরোধে জড়াবে না মার্কিন সেনারা। ট্রাম্প আরও নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব মেনে নিয়েছে হুথি যোদ্ধারা।

টাইমস অব ইসরাইল নিশ্চিত করেছে সানার বিমানবন্দরে হামলায় এক ডজনেরও বেশি যুদ্ধ বিমান, রিফুয়েলার ও গোয়েন্দা বিমান ব্যবহার করেছে আইডিএফ। ইসরাইলি প্রতিরক্ষা বিভাগের দাবি, মঙ্গলবারের এই হামলায় সানা বিমানবন্দর পুরোপুরি অচল হয়ে গেছে। তাদের অভিযোগ, এই এয়ারপোর্ট ব্যবহার করে অস্ত্রশস্ত্র ও শীর্ষ সন্ত্রাসীদের আনা-নেয়া করতো হুথি বিদ্রোহীরা।

এসএস