ইসরাইলি হামলার জবাবে ইহুদি ভূ-খণ্ডে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

ইসরাইলে ইরানের হামলা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইলি হামলার জবাবে এবার ইহুদি ভূ-খণ্ডে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ধ্বংস হয়েছে ইসরাইলের বেশ কিছু স্থাপনা। এর আগে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নাতাঞ্জে হামলা চালায় তেলআবিব। সংঘাত শুরুর পর ইরানে এখন পর্যন্ত ছয় পরমাণু বিজ্ঞানী, ২০ কমান্ডারসহ ৭৮ জন নিহত হয়েছেন। ইসরাইলের এ হামলার কঠিন জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

হামলা-পাল্টা হামলায় ইরান-ইসরাইল উত্তেজনার পারদ তুঙ্গে। মধ্যরাতে ইসরাইলের ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে দুই শতাধিক বিমান হামলার কয়েক ঘণ্টার মাথায় তেল আবিব লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব তেহরান।

নতুন করে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি রেখেছে ইসরাইল। জেরুজালেমে বেজে উঠেছে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও। এমনকি ইসরাইলে থাকা মার্কিন দূতাবাসেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইসরাইল কঠিন সময় পার করছে উল্লেখ করে নাগরিকদের ধৈর্যশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

এর আগে স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১৩ জুন) রাত ৩টায় রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে একযোগে হামলা চালানোর দাবি করে আইডিএফ ও ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘গেল দেড় বছর ধরে আমরা ইরানের প্রক্সি বাহিনীকে মোকাবিলা করে আসছি। এখন আমরা সরাসরি তাদের মোকাবিলা করছি। বহু বছরের প্রচেষ্টায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা ব্যতিক্রমী ক্ষমতা অর্জন করেছে আইডিএফ। প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রেই আইডিএফ সক্ষম।’

আরো পড়ুন:

এদিকে যতদিন প্রয়োজন ততদিন এ অভিযান অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, “ইসরাইল ‘অপারেশন রাইজিং লায়ন’ চালু করেছে। ইরানের হুমকি মোকাবিলায় এটি ইসরাইলের অস্তিত্ব রক্ষার লড়াই। ইরানের হুমকি দূর করতে যত দিন সময় লাগবে তত দিন এই অভিযান চলবে।”

মধ্যরাতে চালানো ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি, চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল রাশিদ নিহত হন। এছাড়া এতে প্রাণ হারান দেশটির ছয় শীর্ষ পরমাণু বিজ্ঞানীসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। হামলায় ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা এবং রক্ষী বাহিনীর কমান্ডার আলী আলী শামখানিসহ আরও অনেকে ‘গুরুতর আহত’ হয়েছেন বলে জানা গেছে।

এমন উত্তেজনার মধ্যে জাতিসংঘ সনদের অধীনে ইসরাইলি হামলার কঠোর জবাব দেয়ার আইনি ও বৈধ অধিকার তেহরানের রয়েছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমান হামলার মাধ্যমে চালানো হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে আরও কঠিন শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘এই হামলা ছিল এক নিষ্ঠুর অপরাধ। এতে ইসরায়েল আবাসিক এলাকাও টার্গেট করেছে। এই অপরাধের জন্য দখলদার শাসকগোষ্ঠীকে কঠিন শাস্তি পেতেই হবে। তাদের জন্য এক করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে এবং তারা সেটা অচিরেই পাবে।’

এদিকে ইরান-ইসরাইল সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে তেহরান। এমনকি ইসরাইলের হামলার পেছনে ওয়াশিংটনের সমর্থন রয়েছে বলেও অভিযোগ তেহরানের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার মধ্যেই ইরানে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ, সৌদি আরবসহ বিভিন্ন দেশ।

এসএস