এবার ইরানকে সমর্থন করায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করতে পশ্চিমাদের কাছে আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, তেহরানের পরমাণু প্রকল্পকে বাঁচানোর চেষ্টা করছে মস্কো। জেলেনস্কির দাবি, ইরানের শাহেদ ড্রোন ও উত্তর কোরিয়ার বোমা ব্যবহার করছে রাশিয়া। যা প্রমাণ করছে, আন্তর্জাতিক বিশ্ব মস্কোর ওপর যথাযথ চাপ প্রয়োগ করছে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এখন ইরানের পরমাণু প্রকল্পকে বাঁচানোর চেষ্টা করছে রাশিয়া। এ বিষয়ে যৌক্তিকতা তুলে ধরে কোনো লাভ নেই। তাই নিষেধাজ্ঞা প্রয়োজন। একইসঙ্গে কূটনীতি ও নিরাপত্তাও জরুরি।’
জেলেনস্কির ভিডিও বার্তা প্রকাশের কয়েক ঘণ্টা আগে আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন রুশ প্রেসিডেন্ট। এসময় পুতিন জানান, অভ্যন্তরীণ রাজনীতিতে নানা সংকট সত্ত্বেও ইরানের সাধারণ জনগণ তাদের নেতৃত্বের প্রতি আস্থাশীল। তাই তেহরানে ক্ষমতার পরিবর্তনের বিষয়ে মস্কোর সমর্থন না থাকার ইঙ্গিত দেন তিনি।
ইরানকে সমর্থনের প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট জানান, প্রতিদিনই পেজেশকিয়ান প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে। সংঘাতের মধ্যেও দেশটির বুশেহর পরমাণু কেন্দ্রে এখনো কয়েকশ বিশেষজ্ঞ অবস্থান করছেন। যা তেহরানের জন্য মস্কোর বড় সমর্থন। তবে ইরান এখন পর্যন্ত অস্ত্র কিংবা অন্য কোনো ধরনের সহায়তা চায়নি বলে দাবি করেন পুতিন।