দেড় বছরের বেশি সময় ধরে চলা গাজা-ইসরাইল যুদ্ধে বেশ কয়েকবার অস্ত্রবিরতির উদ্যোগ নেয়া হলেও কার্যত কোনো সমাধান আসেনি। ইসরাইল বলছে, হামাসের কাছে বন্দি ৫০ জন ইসরাইলি জিম্মিকে ফেরত দিলেই তাদের সামরিক অভিযান শেষ হবে। তবে হামাস বলছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরাইলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার না করলে তারা কোনো ধরনের আলোচনায় বসবে না।
মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইসরাইলি কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের মধ্যে আলোচনার পরই যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের বিস্তারিত না জানালেও, প্রয়োজনীয় শর্তাবলি ইসরাইল মেনে নিয়েছে বলে জানান তিনি। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, এ নিয়ে চূড়ান্ত প্রস্তাব জানাবে কাতার।
ট্রাম্পের মতে, অস্ত্রবিরতির প্রস্তাবটি হামাসের জন্য সবচেয়ে ভালো সুযোগ। এটি প্রত্যাখ্যান করলে সামনে তাদের আরও কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। আর ইসরাইল হুঁশিয়ারি দিয়েছে- হামাস রাজি না হলে গাজাকে ধুলোয় মিশিয়ে দেয়া হবে। যদিও হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনা প্রতিনিধি জানান, গাজার সমস্যা সমাধানের একমাত্র কার্যকর উপায় হচ্ছে দ্বি-রাষ্ট্র গঠন। নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা দ জোরালো আহ্বান জানিয়েছে চীন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। শুল্ক ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা করবেন হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে।
মঙ্গলবার রাতে জেরুজালেমজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠার পর ইসরাইলিরা ছুটোছুটি করে আশ্রয় নেয় নিরাপদ স্থানে। ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরাইলের বিমানবন্দর ও তিনটি সংবেদনশীল স্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানায় হুথি মুখপাত্র। তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইসরাইল।
এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এইচআরডব্লিউ, এমএসএফসহ ২৫টি মানবাধিকার সংগঠনের একটি দল, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের হাতে আটক স্বাস্থ্যসেবা কর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছে। সংগঠনটির তথ্য মতে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১৮৫ জন স্বাস্থ্যসেবা কর্মীকে আটক করেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধ শুরুর পর গত ১৮ মাসে গাজায় স্বাস্থ্য সেবা খাতে অন্তত ৭০০টি হামলা হয়েছে। প্রাণ হারিয়েছেন দেড় হাজার স্বাস্থ্যসেবা কর্মী এবং ৪৬০ জন মানবিক সহায়তা কর্মী।