টেক্সাসে বন্যায় প্রাণহানি ৮২, নিখোঁজ ৪১

টেক্সাসে ভয়াবহ বন্যা
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। যার মধ্যে ২৮ জন শিশুও রয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ ৪১ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে টেক্সাস সরকার। এছাড়াও অঙ্গরাজ্যটিতে আগামী দুই-একদিনের মধ্যে বড় ধরনের ঝড়ের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবাহওয়া বিভাগ। এমন পরিস্থিতিতে আগামী শুক্রবার (১১ জুলাই) টেক্সাস সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টাইমল্যাপ্সের ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গুয়াডালুপ নদীর আকস্মিক বন্যার। শান্ত নদীটি কয়েক মিনিটের ব্যবধানে কীভাবে অশান্ত হয়ে ফেঁপে ওঠে তাই দেখা যাচ্ছে এতে।

মুহূর্তেই পারে থাকা ক্যাম্প ও বসতিতে প্রবল স্রোতে ঢুকে পড়ে নদীর পানি। এটিই মূলত বিপর্যয়ের কারণ। সেসময় নদীর ধারে মিসটিক ক্যাম্পে গ্রীষ্মকালীন ছুটিতে ঘুরতে আসা একদল শিশুও হারিয়ে যায় পানির স্রোতে। সেসময় তারা গভীর ঘুমে ছিলো বলে জানা যায়। যাদের মধ্যে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার তিন দিন পেরোলেও এখনও মেলেনি বেশ কয়েকজনের খোঁজ। এতে শোকস্তব্ধ টেক্সাসের বাসিন্দারা।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘এক সপ্তাহ আগে এই মিসটিক ক্যাম্পে আমার পাঁচ নাতি-নাতনি ছিলো। ক্যাম্পের প্রথম ধাপ শেষ করে তারা এখন বাসায়। তবে তাদের বেশ কয়েকজন বন্ধু ছিলো ঐ ক্যাম্প। ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই খারাপ লাগছে।’

অন্য একজন বলেন, ‘সকালে উঠেই আমার প্রতিবেশিদের খুঁজতে গেলাম। তারা পাহাড়ের নিচে ক্যাম্প করে ছিলো। নদীর আকস্মিক স্রোতে তারাও ভেসে গেছে।’

রয়টার্স জানায়, গেল এক মাস ধরে চলা একটানা প্রবল বৃষ্টি আর সবশেষ বৃহস্পতিবারের অতিবৃষ্টিতে টেক্সাসের গুয়াডালুপে নদীর পানির উচ্চতা ২৯ ফুট পর্যন্ত বেড়ে গিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কার কাউন্টি। টেক্সাসের এ ঘটনাকে ভয়ংকর বলে উল্লেখ করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট। সেইসঙ্গে, এতে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা তার।

যুক্তরাষ্ট্র টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, ‘মিসিটিক ক্যাম্প পরিদর্শন করেছি। ছোট বাচ্চাদের এভাবে চলে যাওয়া খুবই কষ্টের । নিখোঁজদের উদ্ধারে আমরা শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত থাকবে।’

এমন পরিস্থিতির মধ্যেই আশঙ্কার পাল্লা আরও বাড়িয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। আগামী দুই-একদিনের মধ্যেই টেক্সাসে আরও বড় ধরণের ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। যা আরও বড় ক্ষতির কারণ হতে পারে। শুক্রবারের পর বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ কমে গেলেও নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই টেক্সাস কর্তৃপক্ষের। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকারের।

টেক্সাসের এ ঘটনাকে বড় ধরণের বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার দুর্যোগ কবলিত টেক্সাস সফরে যাওয়ার কথা রয়েছে তার।

এসএস