কুড়িগ্রামে নাশকতা বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

ফুলবাড়ী থানায় গ্রেপ্তারকৃত চারজন
এখন জনপদে
আইন ও আদালত
0

কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা) জেলার ১১টি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী, পতিত আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সময়ে জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারীদের অভিযানে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে সদর থানায় সাতজন, রাজারহাট থানায় দুইজন, উলিপুর থানায় তিনজন, নাগেশ্বরী থানায় একজন, ফুলবাড়ী থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, চিলমারী থানায় দুইজন, রাজিবপুর থানায় দুইজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় দুইজন এবং ঢুষমারা থানার দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সোমবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃত সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।'

এসএস