আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

চট্টগ্রাম
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
এখন জনপদে
আইন ও আদালত
0

রাষ্ট্রদ্রোহের মামলায় কারাবন্দি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ (সোমবার, ৫ মে) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতে বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন।

রোববার (৪ মে) কোতোয়ালি থানায় দায়ের করা আলিফ হত্যা মামলায় পুলিশ চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের আবেদন জানান। আজ সেটার শুনানি শেষে আদালত চিন্ময়কে আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এসময় আসামি কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আদালতে পুলিশ জানায়, চিন্ময় কৃষ্ণের প্রত্যক্ষ নির্দেশে তার অনুসারীরা কিরিচ, দা, বটি, ত্রিশুল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে আলিফকে। তাই এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও হত্যাকাণ্ডে চিন্ময়কে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেন।

আরো পড়ুন:

পরে আদালত ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানোর পর গেল বছর ২৬ নভেম্বর চিন্ময়কে আদালতে আনা হলে সেখানে জড়ো হন তার অনুসারীরা। তারা প্রিজন ভ্যান আটকে রাখেন।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২৯ নভেম্বর ৩১ জনের নামোল্লেখ ও ১৬ জনকে অজ্ঞাত করে মামলা করেন আলিফের বাবা।

সেজু