নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ মামলার সত্যতা স্বীকার করে জানান, মামলায় বেশিরভাগই যুবলীগ ও ছাত্রলীগের কর্মী।
এদিকে গতকাল (সোমবার, ১২ মে) রাতে হাসিবুর রহমান জিসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। সদর মডেল থানার উপপরিদর্শক রিপন মৃধা বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় পুলিশের কাজে বাধা দেয়া ও গাড়িতে হামলার অভিযোগ আনা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এর আগে গত শুক্রবার (৯ মে) ভোরে নগরীর দেওভোগ এলাকার সেলিনা হায়াৎ আইভীর পৈত্রিক বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইভীকে আদালতে নিয়ে যাবার সময় পুলিশের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা।