মাটিকাটায় সেনা অভিযান: অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ১০

গ্রেপ্তার আসামিরা
দেশে এখন
আইন ও আদালত
0

সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রাজধানীর মাটিকাটা এলাকা থেকে গতরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ (মঙ্গলবার, ২০ মে) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টা থেকে সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনাক্যাম্প থেকে বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোর ৫টার দিকে অভিযান চলাকালে অপরাধীরা গ্রেপ্তার এড়ানো অসম্ভব বিবেচনা করে টহল দলের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনারাও সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে।

এসময় ‘কুখ্যাত হিটলু বাবু গ্যাংয়ের’ ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভালবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসএইচ