ঢাকা-যমুনা সেতু মহাসড়কে আবারো বাসে ডাকাতি; অর্থ-মোবাইল লুট

টাঙ্গাইল
ডাকাতির ঘটনায় জব্দ বাস
এখন জনপদে
আইন ও আদালত
0

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। লুটপাটের সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। জব্দ করা হয়েছে বাসটি।

বাসের যাত্রীরা জানায়, গতকাল (মঙ্গলবার, ২০ মে) রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে। পরে সাভারের বাইপাইল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী বাসে উঠে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮ থেকে ১০ জন ছুরি, চাপাতিসহ দেশিয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। 

তারা আরো জানায়, ডাকাতরা একপর্যায়ে সবার চোখ-মুখ বেঁধে ফেলে। এরপর রাতভর বাসটি নিয়ে সাভারের চন্দ্রা ও যমুনা সেতু পর্যন্ত কয়েকবার চক্কর দেয় ডাকাত দল। এ সময় যাত্রীদের কাছ থেকে লুট করে নেয় ফোন, নগদ টাকা, স্বর্ণ ও অন্যান্য মালামাল। 

ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে চলে যায় তারা।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এই মহাসড়কে ইউনিক রয়েলসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে।

এসএইচ