‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণআন্দোলনের অকুতোভয় নেতৃত্বের’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তার ফেসবুক পোস্ট
আইন ও আদালত
1

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এটিএম আজহারুল ইসলামের দণ্ডাদেশের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণআন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। আজ (মঙ্গলবার, ২৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট করেন তিনি।

আইন উপদেষ্টা লেখেন, ‘নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।’

ড. আসিফ নজরুলের ফেসবুক পোস্ট |ছবি: সংগৃহীত

আরো পড়ুন:

আসিফ নজরুল আরো লেখেন, ‘আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে। এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণআন্দোলনের অকুতোভয় নেতৃত্বের।’

এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব সবার বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

এসএইচ