ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

বাংলাদেশ-ভারত সীমান্ত
দেশে এখন
এখন জনপদে
1

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিল্লাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

গতকাল (বৃহস্পতিবার, ২৪ জুলাই) রাতে বাসপদুয়া সীমান্তে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ।

স্থানীয়রা জানায়, মিল্লাত ও আফসার নামে স্থানীয় দুই যুবক জলাশয় ও মাঠের বন্যার পানিতে মাছ ধরতে যায়। এসময় অতর্কিত গুলি করে বিএসএফ।

পরে তাদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে মিল্লাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর গুলিবিদ্ধ আফসারকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানায় বিজিবি।

এসএস