শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি ১ জুলাই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী পহেলা জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে তার পক্ষে আইনজীবীও নিয়োগ দিয়েছেন আদালত।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ (মঙ্গলবার, ২৪ জুন) এ আদেশ দেন।

এ মামলায় শেখ হাসিনার সঙ্গে অন্য দু’জন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাদের মধ্যে আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকলেও আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার আছেন। মামুনকে আজ ট্রাইব্যুনালে আনা হয়।

গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর তাদের মরদেহ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ২ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন আদালতকে জানান, এই মামলার তদন্ত প্রতিবেদন গত ১৯ জুন জমা দিয়েছে তদন্ত সংস্থা, যাতে ১৬ জনের নাম এসেছে। এর মধ্যে গ্রেপ্তার ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

এদিকে গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ২৪ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।

এসএইচ