শুনানির শুরুতেই ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহানকে নিয়োগ দিয়েছেন আপিল বিভাগ।
এর আগে আসামিপক্ষ প্রথমে পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করে। পরে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ এ বিষয়ে শুনানি করেন।
পরবর্তীতে আপিল বিভাগ আলোচিত এ মামলায় পলাতক মাওলানা তাজউদ্দিন আহমেদ ও হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহানকে নিয়োগ দেন।