২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

তারেক, বাবর ও ২১ আগস্টের গ্রেনেড হামলা
আইন ও আদালত
0

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

শুনানির শুরুতেই ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহানকে নিয়োগ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে আসামিপক্ষ প্রথমে পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করে। পরে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ এ বিষয়ে শুনানি করেন।

পরবর্তীতে আপিল বিভাগ আলোচিত এ মামলায় পলাতক মাওলানা তাজউদ্দিন আহমেদ ও হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহানকে নিয়োগ দেন।

এএইচ