কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ফারাবী ২০২৩ সাল থেকে এ কারাগারে বন্দী ছিলেন। গতকাল (বৃহস্পতিবার, ২১ আগস্ট) আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় এবং যাচাই-বাছাই শেষে শুক্রবার মুক্তি দেয়া হয়।
আরও পড়ুন:
অভিজিৎ রায় হত্যা ঘটনা ঘটে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় বইমেলা থেকে বের হওয়ার পথে ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়। এ হামলায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ।