কুষ্টিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন
এখন জনপদে
আইন ও আদালত
0

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরহাদ হোসেন পাপ্পু কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য এবং পৌরসভার ২নং ওয়ার্ড এলাকার মতির ছেলে।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বুধবার, ২৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জিয়া জানান, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুর বিরুদ্ধে নাশকতাসহ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইএ