শপথ গ্রহণ শেষে আব্দুল মুনিম জানান, ২০২১ সালের ১১ নভেম্বর দ্বিতীয়বারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তবে নির্বাচনের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও স্থানীয় সংসদ সদস্যদের চাপে একটি কেন্দ্রের ফলাফল বাতিল করে নির্বাচন কমিশন। পরে ২০২২ সালের ৩১ মার্চ পুনঃভোটের ঘোষণা দেয়া হলেও হাইকোর্টের স্থগিতাদেশের কারণে দায়িত্ব গ্রহণ করতে পারেননি তিনি।
আরও পড়ুন:
তার অভিযোগ, ‘জনতার রায় ছিনিয়ে নেয়ার জন্য অভিনব পাঁয়তারা করা হয়। ক্ষমতাসীন দলের এমপি ও নেতাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় অবৈধভাবে প্রভাব খাটিয়ে ৪১ নং বিত্তুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছিল।’
অবশেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।