নির্বাচনের ৪ বছর পর ইউপি চেয়ারম্যান পদে শপথ নিলেন আব্দুল মুনিম

শপথ নিলেন আব্দুল মুনিম
দেশে এখন
এখন জনপদে
0

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দীর্ঘ চার বছর পর অবশেষে সিলেটের বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বিএনপি প্রার্থী আব্দুল মুনিম।আজ (বুধবার, ২৭ আগস্ট) বিকেল ৪টায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে আব্দুল মুনিম জানান, ২০২১ সালের ১১ নভেম্বর দ্বিতীয়বারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তবে নির্বাচনের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও স্থানীয় সংসদ সদস্যদের চাপে একটি কেন্দ্রের ফলাফল বাতিল করে নির্বাচন কমিশন। পরে ২০২২ সালের ৩১ মার্চ পুনঃভোটের ঘোষণা দেয়া হলেও হাইকোর্টের স্থগিতাদেশের কারণে দায়িত্ব গ্রহণ করতে পারেননি তিনি।

আরও পড়ুন:

তার অভিযোগ, ‘জনতার রায় ছিনিয়ে নেয়ার জন্য অভিনব পাঁয়তারা করা হয়। ক্ষমতাসীন দলের এমপি ও নেতাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় অবৈধভাবে প্রভাব খাটিয়ে ৪১ নং বিত্তুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছিল।’

অবশেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এসএস