আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরাও পদমর্যাদার ক্রমে অন্তর্ভুক্তির আবেদন করেন।
আরও পড়ুন:
গত ২৭ এপ্রিল এ বিষয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়।
এর আগে ২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ সংশোধন করে রায় দেয়। সে রায়ে সাংবিধানিক পদধারীদের পদমর্যাদা শীর্ষে রাখা হয়। পাশাপাশি জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয় এবং প্রধান বিচারপতির পদক্রম জাতীয় সংসদের স্পিকারের সমান করা হয়।