আশুলিয়া ও চানখারপুল হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

জুলাই অভ্যুত্থানের ঘটনায় আশুলিয়ায় পাঁচজনকে পুড়িয়ে হত্যা এবং এর একদিন আগে একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুরু হয়েছে।

আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) সকালে মামলার গ্রেপ্তার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ আরও আটজন। তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ এ মামলায় সূচনা বক্তব্যের পাশাপাশি সাক্ষ্য গ্রহণও শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে এ মামলায় শহিদ আবু সাঈদের বাবা, পোস্টমর্টেম করা চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিয়েছেন।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চানখারপুলে ছয়জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এ মামলায় এখন পর্যন্ত ১৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

এনএইচ