৫ মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে

নারায়ণগঞ্জ
জেলা দায়রা জজ আদালত
এখন জনপদে
আইন ও আদালত
1

হত্যা এবং পুলিশ নির্যাতনসহ মোট পাঁচটি মামলায় নতুন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এরইমধ্যে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা এবং সদর থানার একটি পুলিশ নির্যাতন মামলা রয়েছে।

আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে পুলিশ নির্যাতনের মামলার শুনানি এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মায়মুনা আকতার মনির আদালতে ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আইভীর অনুপস্থিতিতেই এসব শুনানি সম্পন্ন হয়।

আরও পড়ুন:

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন অভিযোগ করেন, যেসব মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, তার কোনো ক্ষেত্রেই আইভীর নাম নেই। এ সময় তিনি দাবি করেন, আইভীর জামিন প্রক্রিয়া বিলম্বিত করতে পরিকল্পিতভাবে নতুন করে এসব মামলার তৎপরতা চালানো হচ্ছে। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।

এর আগে, গত ৯ মে নিজ বাসভবন থেকে গ্রেপ্তারের পর থেকে বর্তমানে সেলিনা হায়াত কাশিমপুর কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা পাঁচ মামলায় হাইকোর্ট জামিন প্রদান করলেও পরবর্তীতে সেই জামিন স্থগিত করা হয়।

ইএ