বর্ষা ও নিষেধাজ্ঞার প্রভাবে সাতক্ষীরায় মাছের বাজারে অস্থিরতা

কেজিপ্রতি দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা

সাতক্ষীরা
মাছ বাজার
এখন জনপদে
বাজার
0

সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং বর্ষা মৌসুমে ঘেরে পানি বৃদ্ধির কারণে সাতক্ষীরায় চাষের মাছের সরবরাহ কমে গেছে। এতে বাজারে রুই, কাতলা, পাঙ্গাশ, তেলাপিয়াসহ প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। চাষি ও ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি সাময়িক হলেও ভোক্তারা পড়েছেন বিপাকে।

সাতক্ষীরার হাটবাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ কম থাকায় মাছ বিক্রেতারা আগের তুলনায় অনেক বেশি দামে মাছ বিক্রি করছেন। ব্যবসায়ীরা বলছেন, বর্ষায় ঘেরে পানি বেড়ে যাওয়ায় মাছ ধরা কঠিন হয়ে পড়ে। একইসঙ্গে সুন্দরবনের নদী-খালে মাছ আহরণে তিন মাসের নিষেধাজ্ঞার কারণে প্রাকৃতিক উৎসের মাছ বাজারে আসছে না।

মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‌‌‘বছরের এই সময়টাতে এমন সংকট হতেই পারে। তবে এবার নিষেধাজ্ঞা থাকায় প্রভাবটা একটু বেশি পড়েছে।’

সাতক্ষীরা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে সরকারি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এর লক্ষ্য, প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ।

চাষিরা বলছেন, বর্ষা শেষে ঘেরের পানি নেমে গেলে এবং নিষেধাজ্ঞা উঠলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। তবে সেই পর্যন্ত বাজারে চড়া দামে মাছ কিনতে হবে সাধারণ মানুষকে।

এনএইচ