নিত্যপণ্যের ঊর্ধ্বগতির লাগাম টানা যাচ্ছে না

সবজির বাজার
বাজার
2

ভারত থেকে চাল আমদানির পরেও কুষ্টিয়ায় বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। এছাড়া সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে চাঁদপুরের বাজারে কমেছে শাকসবজির দাম আর বেড়েছে মাছের দাম। এদিকে ছুটির দিনে চড়া ময়মনসিংহের মাছের বাজার। এছাড়াও চট্টগ্রামের বাজারে পেঁয়াজ ও আদার দাম কমলেও হঠাৎ বেড়েছে মসুর ডালের দাম। এদিকে সৈয়দপুরের বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি।

কয়েক মাস ধরেই চড়া কুষ্টিয়ার চালের বাজার। ভারত থেকে চাল আমদানির পর কিছুটা দাম কমার আশা থাকলেও বাজারে তার প্রতিফলন নেই। এদিকে সরবরাহ কমায় চাঁদপুরের বাজারে মাছের দাম বাড়তি। সপ্তাহের ব্যবধানে চাষের মাছের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। চড়া ইলিশের দামও। সরবরাহ কম থাকায় ছুটির দিনে ময়মনসিংহে সংকট চাষের মাছের। আর গত সপ্তাহে তুলনায় কিছুটা স্বস্তি দিচ্ছে চট্টগ্রামের সবজির বাজার। তবে বৃষ্টির কারণে গত সপ্তাহে যেসব সবজির দাম চড়া ছিলো তা এখনো বাড়তি দামে কিনছেন ক্রেতারা। নিত্যপণ্যের বাজারে ডালের দাম গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি। এদিকে সরবরাহ বাড়লেও দাম কমেনি সৈয়দপুরের সবজি বাজারে। যদিও বিক্রেতাদের দাবি অন্যবছরের তুলনায় এ বছর দাম কিছুটা কম।

ছুটির দিনে সরবরাহ বাড়লেও দাম কমেনি সৈয়দপুরের সবজি বাজারে। যদিও বিক্রেতাদের দাবি অন্য বছরের তুলনায় এবছর দাম কিছুটা কম। তবে ক্রেতারা বলছেন আরও কমলে ভাল হয়। সৈয়দপুর পৌর কাঁচা বাজারে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। তবে সেঞ্চুরি পার করে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ ও টমেটো। কাঁচা মরিচ ১৪০ ও টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এছাড়া পটল ৪০-৪৫, চিচিংগা ৪০-৪৫, বেগুণ ৫০-৫৫, চাল কুমড়া ৫০, করলা-কাকরোল ৪৫-৫০, ঝিঙা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বেড়েছে কয়েকদিন হলো। বিক্রি হচ্ছে ৭২-৭৫ টাকা কেজিতে। আগাম শীতকালীন শিম উঠেছে বাজারে। ডাবল সেঞ্চুরি পেরিয়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

আরও পড়ুন:

গত সপ্তাহে তুলনায় কিছুটা সস্তি দিচ্ছে চট্টগ্রামের সবজির বাজার। তবে বৃষ্টির কারণে গত সপ্তাহে যেসব সবজির দাম চড়া ছিলো সেগুলো এখনো বাড়তি দামে কিনছেন ক্রেতারা। বিশেষ করে বেগুন, কাকরোল, বরবটি, ঝিঙার দাম ৮০ থেকে ৯০ টাকার মধ্যে রয়েছে। এসব সবজি কেজিতে ১০ টাকা কমলেও তা নিয়ে অসন্তোষ আছে ক্রেতাদের। আর বাজারে যেসব নতুন সবজি আসছে সেসবের মধ্যে শিম ও বাধাকপির দাম চড়া। নগরের কর্ণফুলী বাজারে শুক্রবার সীতাকুণ্ডের শিম বিক্রি হয়েছে কেজিপ্রতি ২০০ টাকায় আর বাঁধাকপি ১০০ টাকা। অন্যদিকে বেগুন ৯০ টাকা, কাঁকরোল, ৮০ টাকা, ঝিঙা, ৮০ টাকা, বরবটি ৮০ টাকা কেজিপ্রতি বিক্রি হচ্ছে এই বাজারে। গত সপ্তাহের তুলনায় কমেছে টমেটো, গাজর, কাঁচা মরিচ ও ধনে পাতার দাম। টমেটো ৩০ টাকা কমে কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, ধনে পাতা ২০ টাকা কমে ১৮০-৯০ টাকায়, কাঁচা মরিচ ৫০ টাকা কমে ১৫০ টাকায়, গাজর ২০ টাকা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে নিত্য পণ্যের বাজারে ডালের দাম গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি। বিশেষ করে দেশি মসুর ডাল কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা বেড়ে ১৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ডাল ১০ টাকা ও মটর ডাল ১০ টাকা কেজিপ্রতি বেড়ে বিক্রি হচ্ছে ১২০ ও ৭০ টাকায়। এছাড়া গত সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে বাড়তে শুরু করেছে আটা ও ময়দার দাম। কেজিপ্রতি ৫ টাকা বেড়ে আটা বিক্রি হচ্ছে ৪৮ টাকায় আর ময়দা ৭০ টাকায়। ব্যবসায়ীরা দেশি ডালের দাম বাড়ার পেছনে কোনো কারণ দেখাতে পারেননি। তারা পাইকারি বাজার থেকে বাড়তি দামে এ মসুর কিনছেন বলে দাবি করেছেন। আর আটা ময়দার দাম বাড়ার পেছনে কোম্পানিদের দুষছেন তারা। বিক্রেতারা জানান, মূলত বিদেশ থেকে গমের আমদানি কমায় তার প্রভাব পড়েছে আটা ময়দার সরবরাহ ও দামে। ক্রেতাদের অভিযোগ, শুক্রবার এলেই কোনো না কোনো পণ্যে দাম বাড়তি থাকে। নিয়মিত বাজার মনিটরিং করে পণ্যের দাম সহনীয় করার দাবি তাদের।

এফএস