বৃষ্টির কারণে দেশের বেশিরভাগ বাজারে সরবরাহ ঘাটতি

সবজির বাজার
কাঁচাবাজার
বাজার
0

বৃষ্টির কারণে দেশের বেশিরভাগ বাজারে তৈরি হয়েছে সরবরাহ ঘাটতি। এতে সবজি দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। চট্টগ্রামের বাজারে ১০ দিনের ব্যবধানে বেশিরভাগ সবজি দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।

এছাড়া, বেগুন, করলাসহ বেশকিছু সবজি কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে কেজিতে ১০০ টাকার বেশি। এদিকে, গেল ১৫ দিন ধরে বাড়তি ডিমের দামও। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। একই পরিস্থিতি ঝালকাঠির বাজারেও।

এদিকে, ধানের ভরা মৌসুমে বাড়তি নওগাঁর চালের বাজারও। ২ মাস ধরে কেজিতে ১৫ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল।

আরও পড়ুন:

বর্তমানে কাটারিভোগ ৭৫ থেকে ৮০ টাকা, জিরাশাইল ৭৫ থেকে ৭৮ টাকা আর স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকায়। চাল আমদানির পরেও বাজারে প্রভাব না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা।

এদিকে সাপ্তাহিক ছুটির দিনে বরিশালের মাছের বাজারে ক্রেতা সমাগম বাড়লেও নেই মাছের পর্যাপ্ত সরবরাহ।

এতে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪৫০ থেকে ২৫০০ টাকায়। যাতে ইলিশ না কিনে ফিরতে হয়েছে বেশিরভাগ ক্রেতার।

সেজু