সড়ক অবরোধকারী ফ্রিল্যান্সারদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ; আহত প্রায় ১০

দেশে এখন
0

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধকারী ফ্রিল্যান্সারদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ (শনিবার, ২২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন প্রায় ১০ জন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

বিকেলে প্রেসক্লাবের উভয় সড়ক অবরোধ করলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

এর আগে দুপুর থেকেই ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণের দাবি না মানা পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেয় সারাদেশ থেকে আগত ফ্রিল্যান্সাররা।

পুলিশ বলছে, বিক্ষোভকারীদের অনুরোধ করার পরেও ভোগান্তি সৃষ্টি করায় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা।

এসএস