খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন যারা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  ও ছেলে তারেক রহমান
দেশে এখন
0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন আগামীকাল (৬ মে) সকাল সাড়ে ১০টায়। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা বাসভবনে যাবেন। বিএনপি চেয়ারপারসনসহ সফরসঙ্গী হিসেবে দেশে ফিরছেন ১৩ জন। আজ (সোমবার, ৫ মে) বিএনপির প্রেস উইং থেকে পাঠানো তথ্যে এটি জানা গেছে।

আগামীকাল সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

‎বিএনপি উইংয়ের তথ্যানুযায়ী, খালেদা জিয়ার সঙ্গে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে থাকছেন তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

এছাড়া তার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম আহমেদ, খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান, দিলারা মালিক, তার দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রুপা শিকদার।

আরো পড়ুন:

এছাড়া বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কাল দেশে ফিরছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও ডা. জাফর ইকবাল। আজ লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান | ছবি: সংগৃহীত

যাত্রার মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক ঘণ্টার জন্য বিরতি থাকবে। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেয়া হবে। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি।‎

আরো পড়ুন:

‎এদিকে দলীয় চেয়ারপারসন ও ডা. জোবাইদা রহমানকে বরণ এবং অভ্যর্থনা জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ১১টি স্পটে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষ্যে তাকে অভ্যর্থনা জানাতে বিএনপি নেতাকর্মীদের বিপুল সমাগম ঘটতে পারে বলে আশঙ্কা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ পরিস্থিতিতে রাজধানীর ট্রাফিক ও জননিরাপত্তা বজায় রাখতে ১০টি নির্দেশনা দিয়েছে ডিএমপি। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এবং সম্ভাব্য ভোগান্তি এড়াতে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।

আসু