রাত পেরিয়ে ভোর, মুষ্টিবদ্ধ স্লোগান, দীপ্ত কণ্ঠে জোড় আওয়াজ আওয়ামী লীগ নিষিদ্ধের। রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হয়ে আ.লীগের বিচার ও নিষিদ্ধের রোডম্যাপের দাবিতে একাট্টা হয়েছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও জুলাই বিল্পবের মধ্যে মধ্যে দিয়ে গড়ে ওঠা নানা প্ল্যাটফর্ম।
ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠন পুসাব, পুনাব বা শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের শিকার পরিবারের সংগঠনগুলো যেমন আওয়ামী লীগ নিষিদ্ধে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছে; তেমনি জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এবি পার্টি, ছাত্রশিবিরের মতো বেশকয়েকটি রাজনৈতিক সংগঠনও যোগ দিয়েছে এ অবস্থান কর্মসূচিতে। এখানে আসা সাধারণদের দাবি, গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধে আর কালক্ষেপ নয়।
জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধরে রাখতে, আওয়ামী লীগের বিচার নিশ্চিতে নিজেদের জীবনবাজি রাখার কথা জানায় সংহতি জানাতে আসা বিভিন্ন বিভিন্ন সংগঠনের নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধ দেশের মানুষের মূল লক্ষ্য বলেও মন্তব্য তাদের।
আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন বাতিল, দ্রুত দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার কথা জানায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহসহ অন্য নেতারা। এসময় আওয়ামী লীগ প্রশ্নে কোনো আপস নয় বলেও হুঁশিয়ার দেন তারা।
আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের রোডম্যাপের দাবিতে ঘোষিত সমাবেশ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে মনে করছেন অবস্থান কর্মসূচিতে যোগ দেয়া মানুষেরা।