তদবির বাণিজ্যে উপদেষ্টা আসিফের সাবেক এপিএসকে দুদকের জিজ্ঞাসাবাদ

সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন
দেশে এখন
0

তদবির বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (বৃহস্পতিবার, ২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন দুদক কার্যালয়ে হাজির হন। দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমিসহ অন্যান্য কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

মোয়াজ্জেমের বিরুদ্ধে উপদেষ্টার এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে উঠা নানা রকম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

এসএস